অনেকেই আছেন এন ইউ এর মান ও পড়ালেখা নিয়ে অনেক চিন্তিত, তাদের ব্যাপারে খুব জোর করে কিছু বলবো না। তবে যাদের টার্গেট বি সি এস কিন্তু কোন সরকারি বিশ্ববিদ্যালয় আপনি সিলেক্ট হন নাই, তারা এন ইউ তেই পরুন আর টিউশনি করান আপনার জন্য ভালো হবে।
আর যাদের টার্গেট ব্যবসায় ও বেসরকারি চাকরিঃ
তাদের জন্য একটা অনুরোধ যদি মোটামুটি সমর্থ থাকে প্রাইভেটের খরচ চালানোর তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান, কিন্তু যে কোন টায় না ভর্তি হলে ইউডা,তে ভর্তি হন, কারন তারা প্রতিটি শিক্ষার্থীকে গুরুত্ব দেয়। এখানে ভর্তি হওয়া অনেক সহজ ও নির্ভরশীল।
আর যাদের জন্য কষ্ট প্রাইভেট খরচ চালানো তারা ঢাকার বাহিরের যে কোন বিভাগীয় সহরের কলেজ গুলোয় ভর্তি হন। এবং আপনারা বিভিন্ন টেখনিক্যাল কাজ শিখতে লেগে যান। "এই লেখায় ক্লিক করে ভিডিওটি দেখুন"
যারা ইউডাতে ভর্তি হতে চান তারা কিছু ছাড় পেতে চাইলে যোগাযোগ করুন "হাসান নাসিম (ফেসবুক লিংকঃ facebook.com/AMHasanNasim) এর সাথে। কোন ধরনের ডিম্যান্ড করবে না বরং আপনি পাবেন ১০ থেকে ৩৫% পর্যন্ত ছাড়।
যে কোন কনফিউশনে নাসিমকে ফেসবুকে ম্যাসেজ দিন।
No comments:
Post a Comment