সকলের প্রতি সানি লিওনের আহ্বান - Bangladeshi Information 365 days

Thursday, September 6, 2018

সকলের প্রতি সানি লিওনের আহ্বান

পর্ণ জগত ছেড়ে বলিউডে থিতু হয়েছেন সানি লিওন। এ জগতে এসে সফলতাও অর্জন করেছেন। উপহার দিয়েছেন ব্যবসাসফল ছবি। তবে বলিউডের ছবিগুলোতেও বেশ খোলামেলা হয়েই কাজ করেছেন তিনি। করেছেন আইটেম গান। বর্তমানে নতুন আরও কয়েকটি ছবির কাজ করছেন সানি। 
সানি লিওন বর্তমানে অসহায় নারি ও শিশুদের নিয়ে কাজ করছেন। সম্প্রতি এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। আর সেই ভিডিওতে একটি বার্তা দিয়েছেন সবার জন্য। অসহায় নারী ও শিশুদের জন্য কাজ করছেন। তাদের জন্য ফান্ড গঠনের কাজেও তিনি অংশ নেন। তারই ধারাবাহিকতায় এই ভিডিওটি প্রকাশ করেন সাবেক এই পর্নস্টার।
সেই ভিডিওতে সানি বলেন, ভারতে অসহায় নারী ও শিশুর সংখ্যা অসংখ্যা। এসব নারী ও শিশুরা তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু তাদের পাশে দাঁড়ানোর তেমন কেউ নেই। তাদের সহযোগীতাটা খুব দরকার। সেটা হলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আমি সবাইকে অনুরোধ করবো সাধ্য অনুযায়ী এসব নারী ও শিশুদের পাশে দাঁড়ান। এটা মানুষ হিসেবে আমাদের কর্তব্য। প্লিজ, এগিয়ে আসুন।
সূত্র এখুশে টিভি

No comments:

Post a Comment