অল্প বয়সে পর্নেো ছবি দেখা খুবই ভয়ঙ্কর বলে জানালেন এক সময়ের পর্নোস্টার সানি লিওন। পর্নো ইন্ডাস্ট্রিতে কাজ দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার। পর্নো ছেড়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউড পাড়ায়। পেয়েছেন তারকা খ্যাতি।
সম্প্রতি সানি লিয়ন এক সাক্ষাৎকারে বলেন, অল্প বয়সে দেখছিলাম পর্নো। তখন আমার কাছে তা অনেক ভয়ঙ্কর মনে হয়। আঁতকে উঠেছিলাম আমি।
তিনি আরো বলেন, ছোট বয়সে ভয়ঙ্কর মনে হলেও এখন আর ভয়ঙ্কর মনে হয় না। আসলে বয়সের কারনে অনেক কিছুতে দৃষ্টিভঙ্গি বদলে যায়। পর্নোকে একসময় ভয়ঙ্কর মনে হলেও পর্নো দিয়েই কিন্তু আমি ক্যারিয়ার শুরু করি।
সুত্র: মানবকণ্ঠ
No comments:
Post a Comment